মামুনুর রশিদ মামুন (৪৬) নামে এক ব্যবসায়ী হত্যাচেষ্টার অভিযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক বহিরঙ্গন পরিচালক সাব্বির আহমেদ চৌধুরী এবং গণিত বিভাগের অধ্যাপক ড. কমলেশ চন্দ্র রায়, দুজন কর্মচারী, রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুসহ ১৮১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। মামুনুর রশিদ মামুন বুধবার বিকালে রংপুর কোতোয়ালি থানায় মামলাটি করেন। থানার ওসি আতাউর রহমান বলেন, মামলাটি রেকর্ড করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। মামলায় উল্লেখ করা হয়েছে যে, ‘রংপুর সিটি বাজারের সামনে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত ও গুলিবর্ষণ করে বাদীকে গুরুতর জখম করা হয়েছে।’
এ বিষয়ে বেরোবির সাবেক বহিরঙ্গন পরিচালক সাব্বির আহমেদ চৌধুরী বলেন, ‘এটা হয়রানিমূলক মামলা। ঘটনার দিন রংপুরেই ছিলাম না।’