আগামী বছর হজে যেতে আগ্রহীদের ৩০ নভেম্বরের মধ্যে নিবন্ধন করতে হবে। গতকাল ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে দ্বিতীয়বারের মতো হজ এজেন্সিগুলোর কাছে এ ব্যাপারে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, ২০২৫ সালে হজে গমনের জন্য ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিরা ৩ লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করবেন।’ এ সময় সরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ-১ ও সাধারণ হজ প্যাকেজ-২-এর যে কোনোটি নির্বাচন করা যাবে। নিবন্ধনের পাশাপাশি প্যাকেজের সম্পূর্ণ টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধনও করা যাবে।
উল্লেখ্য, বাংলাদেশ থেকে আগামী বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। হজ পোর্টালের সর্বশেষ তথ্য অনুযায়ী, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ১৩ হাজার ৩২১ জন প্রাথমিক নিবন্ধন করেছেন।