খুলনার ময়লাপোতায় ফুটপাত থেকে মাংস বিক্রির সরঞ্জাম সরিয়ে নিতে বললে দোকান বন্ধ রেখে আন্দোলনে নামেন মাংস ব্যবসায়ীরা। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশের সঙ্গে বৈঠকে ফুটপাতের জায়গা ছেড়ে ব্যবসা পরিচালনার সিদ্ধান্ত হয়। গতকাল সকাল ১০টা থেকে বিকাল আড়াইটা পর্যন্ত দোকান বন্ধ রাখেন মাংস ব্যবসায়ীরা।
খুলনা সদর থানা পুলিশের এএসআই বুলবুল আহমেদ জানান, ময়লাপোতা মোড়ে ফুটপাত দখল করে ১২-১৪ জন ব্যবসায়ী মাংস বিক্রি করেন। ফুটপাতের ওপর মাংস ঝুলিয়ে রাখা, মাংস কাটা ও ওজন করার যন্ত্রপাতি থাকায় ওই স্থানে দিয়ে পথচারীদের হাঁটাচলার সুযোগ নেই।
এ কারণে গতকাল ফুটপাত থেকে তাদের মালামাল সরিয়ে নিতে বলা হয়। তখন তারা দোকান বন্ধ রেখে আন্দোলন শুরু করেন। ফুটপাত থেকে মালামাল সরিয়ে না নিলে জব্দ করার কথা বলে পুলিশ। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে দুপুরের দিকে মাংস ব্যবসায়ীদের সঙ্গে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল গিয়াস বৈঠক করেন। বৈঠকে মাংস ব্যবসায়ীরা ফুটপাত ছেড়ে ব্যবসা পরিচালনার আশ্বাস দেন। আড়াইটার দিকে কয়েকটি মাংসের দোকান খোলা হয়।