কৃষি ও কৃষক বাঁচাও আন্দোলন আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেছেন, ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারের পতন হলেও তাদের পৃষ্ঠপোষকতায় গত ১৬ বছরে তৈরি হওয়া লুটেরা গোষ্ঠীর অপতৎপরতা এখনো সক্রিয় রয়েছে। প্রশাসনের ভিতর ফ্যাসিবাদীর দোষররা এখনো লুকিয়ে থেকে পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ফ্যাসিবাদের দোসর, আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান শ্যামলের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। বক্তারা বলেন, মোস্তাফিজুর রহমান শ্যামল সবার দৃষ্টি আকর্ষণের জন্য বগুড়ার শেরপুরে ১০০ বিঘা জমির ফসল নষ্ট করে তার ওপর শস্যচিত্রে ‘শেখ মুজিবের মুখ’ ছবি একে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠিয়েছেন। আর এটিকে কাজে লাগিয়ে ব্যাপক চাঁদাবাজি ও দুর্নীতি করেছেন বিগত স্বৈরাচার সরকারের সময়। ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করতে হবে। নইলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
আয়োজক সংগঠনের আহ্বায়ক কৃষিবিদ মো. শামিম হোসেন মিঞার সভাপতিত্বে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, স্বদেশ মঞ্চের সভাপতি মামুনুর রশীদ খান, তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মো. মফিজুর রহমান লিটন, গণতান্ত্রিক ফোরামের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম, নাগরিক অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেন হৃদয় প্রমুখ।