ব্যবসাবাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে বাংলাদেশের সঙ্গে কাজ করবে দক্ষিণ কোরিয়া সরকার। গতকাল সচিবালয়ে সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে এক সাক্ষাতে এসব কথা বলেন রিপাবলিক অব কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। রাষ্ট্রদূত ইয়ং সিকের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।
বৈঠকের শুরুতে উপদেষ্টা রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি ও জোরদারের পাশাপাশি বহুপক্ষীয় প্ল্যাটফর্মে সহযোগিতা জোরদারের জন্য আগ্রহ প্রকাশ করেন। এ প্রসঙ্গে কোরিয়ার রাষ্ট্রদূত পারস্পরিক সম্পর্ক ও ব্যবসায়িক স্বার্থে দুই দেশের একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। সাক্ষাৎকালে ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)-জিটুজি প্রক্রিয়ায় মেঘনা নদী থেকে পানি পরিশোধনপূর্বক পানি সরবরাহ প্রকল্প’, সিটি করপোরেশন, ওয়াসা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত মেঘনা নদী থেকে পানি পরিশোধনপূর্বক পানি সরবরাহ প্রকল্পের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল’র পানির চাহিদা পূরণ হবে।
১৫১ কিলোমিটার পাইপলাইন সরবরাহ এবং সম্পূর্ণ প্রকল্প বাস্তবায়নের ৭৫% অর্থ সহযোগিতা প্রদান করবে বিশ্বব্যাংক গ্রুপের সদস্য আইএফসি।