যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা, ভালোবাসা ও আলোচনা সভার মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন দেশের সর্বস্তরের মানুষ। নিজস্ব প্রতিবেদকদের পাঠানো খবর-
চট্টগ্রাম : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আলোচনা সভা চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, সিএমপির উপপুলিশ কমিশনার মো. রইছ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ ও রওশন আরা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান, এ কে এম গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ফজল বারিক, বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন প্রমুখ।
চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্যসচিব জাহিদুল করিম কচি। চট্টগ্রাম প্রেস ক্লাব সদস্য শাহনেওয়াজ রিটনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রবীণ সদস্য বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন কাদেরী শওকত, ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য মুস্তফা নঈম, প্রেস ক্লাব সদস্য শহিদুল ইসলাম ও সাইফুল্লাহ চৌধুরী।
সিলেট : সকাল থেকে বিকাল পর্যন্ত মহানগরের চৌহাট্টার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুলেল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন সিলেটের সর্বস্তরের মানুষ। সকাল থেকে ধারবাহিকভাবে সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, সিলেট সিটি করপোরেশন, মহানগর পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার, সিলেট মহানগর ও জেলা বিএনপি, জেলা পরিষদ, জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা প্রেস ক্লাব, সিলেট প্রেস ক্লাব, ইমজা, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সিলেট অনলাইন প্রেস ক্লাব, বাসদ, খেলাঘর, বাম গণতান্ত্রিক জোট, জাতীয় সমাজতান্ত্রিক দলসহ বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্পশ্রদ্ধা অর্পণ করে।
রংপুর : সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর টাউন হল বধ্যভূমিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে বিভাগীয় ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।
রাজশাহী : সকালে রাজশাহী কোর্ট চত্বরে নির্মিত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, রাজশাহী সিটি করপোশেনের কর্মকর্তারা। এ ছাড়া শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বরিশাল : সকালে বরিশাল নগরের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মহানগর বিএনপিসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন। এদিকে নগরের ত্রিশ গোডাউন এলাকার বধ্যভূমি স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ জেলা, বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। অপরদিকে সার্কিট হাউসে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভার আয়োজন করে স্থানীয় প্রশাসন।
খুলনা : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন- পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি সাইফ নেওয়াজ।
সিলেট
রাজশাহী
খুলনা
রংপুর
চট্টগ্রাম