জুলাই-আগস্ট অভ্যুত্থানে যাত্রাবাড়ী এলাকায় শহীদদের স্মরণে সামাজিক জেয়াফতের আয়োজন করা হয়েছে। গতকাল রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাংলাদেশের নাগরিকের ব্যানারে দিনব্যাপী এ জেয়াফত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সামাজিক জেয়াফত উপলক্ষে বেলা ১১টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে মিছিল বের হয়। মিছিলে ভারতীয় আগ্রাসন ও বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। মিছিল থেকে দুটি পত্রিকাকে ভারতীয় এজেন্ট উল্লেখ করে পত্রিকা দুটির বিচার দাবিও করা হয়েছে। জুমার নামাজের পর যাত্রাবাড়ী শহীদ জিয়া স্কুল প্রাঙ্গণে জনসাধারণের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এ উপলক্ষে পাঁচটি গরু ও কয়েকটি খাসি জবাই করা হয়েছে বলে জানান আয়োজকরা।
পরে বিকালে যাত্রাবাড়ী পার্কে জেয়াফত উপলক্ষে আলোচনা সভায় অভ্যুত্থানে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। এ ছাড়া বাংলাদেশের নাগরিক প্ল্যাটফরমের প্রধান উপদেষ্টা মাসুদ জাকারিয়া, চলচ্চিত্র পরিচালক হোসেন আলমগীর ও বাংলাদেশের নাগরিকের প্রধান সংগঠক আবু মোস্তাফিজ বক্তব্য রাখেন।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যান্য পরিবেশনার সঙ্গে ইসলামিক সংগীতেরও আয়োজন রাখা হয় দিনব্যাপী এ সামাজিক জেয়াফত অনুষ্ঠানে।