২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার দাবি জানিয়েছেন খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ। গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এ দাবি জানান। অধিবেশন উদ্বোধন করেন সাবেক আমির, বর্তমান উপদেষ্টা পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক, আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মাওলানা সাখাওয়াত হোসাইন, ড. মাওলানা ঈসা শাহেদী, অধ্যক্ষ মাসউদ খান, ড. আহমদ আবদুল কাদের প্রমুখ।
সংস্কার কমিশনগুলোর কার্যকারিতা আরও দৃশ্যমান করার আহ্বান জানিয়ে মাওলানা আবদুল বাছিত আজাদ বলেন, সংস্কারে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের মতামত প্রাধান্য দিতে হবে। বিশেষ করে শিক্ষা ও সংবিধান সংস্কার কমিশনে ইসলামি মূল্যবোধ প্রাধান্য দিন। এখানে ইসলামবিরোধী কোনো তৎপরতা মেনে নেওয়া হবে না। আগুনসন্ত্রাসসহ সব নাশকতা রুখে দিতে রাষ্ট্রীয় স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করুন।
খেলাফত মজলিসের আমির আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করান। বিডিআর, শাপলা চত্বর গণহত্যাসহ সব মানবতাবিরোধী অপরাধের বিচার ত্বরান্বিত করুন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয়ক্ষমতার মধ্যে আনতে উৎপাদন বৃদ্ধি ও বাজার মনিটরিং জোরদারের উদ্যোগ নিন। পাচার করা সব অর্থ ফিরিয়ে আনুন এবং ডলারের তুলনায় টাকার অবমূল্যায়ন কমান।