প্রায় ১২ বছর আগে ঢাকার সাভার এলাকায় পূর্বশত্রুতার জেরে জাহিদ হোসেন নামে এক ব্যক্তিকে খুনের দায়ে তিনজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসরাত জাহান মুন্নির আদালত এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- পিরোজপুরের নেছারাবাদ থানার সারেংকাঠির কাজী আহসান তাকবীর, রংপুরের কোতোয়ালি থানার আলমনগরের মো. কাজল ও সাভারের বনপুকুর এলাকার লাল চাঁন। মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।
আসামিদের মধ্যে কাজলকে রায় ঘোষণার আগে আদালতে হাজির করা হয়। সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। অপর দুই আসামি পলাতক। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
জানা যায়, আসামিদের সঙ্গে জাহিদ হোসেনের পূর্বশত্রুতা ছিল। এরই জেরে ২০১৩ সালের ১৭ জুলাই লাল চাঁন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। সাভার থানার আড়াপাড়ার হিজলাপাড়া হেলালের বাড়ির সামনে নিয়ে আসামিরা জাহিদ হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহিদ। এ ঘটনায় তার বাবা হাজী মো. আনোয়ার হোসেন সাভার মডেল থানায় হত্যা মামলা করেন।