রাজশাহীতে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার পর নগরীর বুলনপুর নবাবগঞ্জ ঘোষপাড়ার জান্নাতুল মাকাম জামে মসজিদের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবকের নাম সাগর সাহা (৩০)। তিনি বুলনপুর ঘোষপাড়ার মৃত সনাতন সাহার ছেলে। রাতে অভিযুক্তের বিচার ও ফাঁসির দাবিতে স্থানীয় মুসল্লিরা বিক্ষোভ মিছিল করেন। গতকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় রাজপাড়া থানার অধীন বুলনপুরে জান্নাতুল মাকাম জামে মসজিদের সামনে সাগর সাহা প্রকাশ্যে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক কথাবার্তা বলেন। পরে তিনি মসজিদের ভিতরে প্রবেশ করে উচ্চস্বরে অশ্লীল ভাষা ও ইসলাম ধর্মের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করতে থাকেন। এতে মুসল্লিদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় এক ব্যক্তি পুলিশের জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। কল পেয়ে রাজপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত সাগর সাহাকে আটক করে। গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় মামলা হয়।