বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) নামে বরাদ্দ দেওয়া ভবনের একাংশ অবৈধভাবে দখল ও ভাড়া দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন সংগঠনটির সদস্যরা। গতকাল বেলা ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিপিজেএ সভাপতি এ কে এম মহসীন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসর আফরোজা হক ও তার বহিরাগত সহযোগী নিজামী গং বিপিজেএর নামে সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া বাড়ির একাংশ জোরপূর্বক দখলে রেখে অবৈধভাবে হেফাজত ইসলামকে ভাড়া দিচ্ছেন। হেফাজতের নেতা-কর্মীরা যখন এখানে মিটিং করেন তখন অনেক আগের এই ভবন কাঁপে। যা ভীতির সঞ্চার করেছে। এর আগে ছাত্রলীগের কর্মীদের ব্যবহার করা হয় এ বাড়ি দখলে। সরকার পরিবর্তনের পর হেফাজত ইসলামকে ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া অবৈধ দখল ও ভাড়া দেওয়া ছাড়াও অভিযুক্ত ব্যক্তিরা গত ২০ এপ্রিল রাতে ওই বাড়ির দ্বিতীয় তলার দেয়াল হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেছেন। আমরা এ বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় উপদেষ্টা আদিলুর রহমান খানের কাছে অভিযোগ জানিয়েছি।