সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৭২ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত। বাকিরা বিভিন্ন ঘটনায় গ্রেপ্তার হন। গতকাল এসব তথ্য জানান পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে অভিযান চালিয়ে পিস্তল, পাইপগান, গুলি, চায়নিজ কুড়াল, রামদাসহ দেশিবিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিশেষ এ অভিযান চলমান থাকবে।