রাজশাহীতে স্কুলছাত্রী মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যার ঘটনার মামলায় আরও দুজনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জের শাহজাদপুর ও রাজশাহীর পুঠিয়া থেকে তাদের আটক করা হয়। তারা হলেন রাজশাহীর তালাইমারী শহীদ মিনার এলাকার বাসিন্দা বিশাল (২৫) ও নাহিদ (২৫)। গতকাল সকালে র্যাব-৫-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ১৮ এপ্রিল নওগাঁ সদর উপজেলা থেকে মামলার প্রধান আসামি নান্টু (২৮) ও সহযোগী খোকন মিয়াকে (২৮) গ্রেপ্তার করা হয়। একই দিন বিকালে রুমেল (২৫) নামে আরও একজনকে আটক করে পুলিশ। এ নিয়ে এখন পর্যন্ত মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।