চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় লোহাগাড়া থানা থেকে লুট হওয়া একটি টিআর মডেলের গ্যাস গান ও ১৭টি কাঁদানে গ্যাসের শেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার পূর্ব কলাউজানের তেলিপাড়া গ্রামে নাজির হোসেনের বাড়িসংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যরা চট্টগ্রাম নগরে বসবাস করে আসছিলেন। সম্প্রতি ওই পরিবার গ্রামের বাড়িতে সেমিপাকা বাড়ি তৈরির উদ্যোগ নেই। তাই শ্রমিকরা গর্ত খুঁড়তে গেলে বন্দুক ও কাঁদানে গ্যাসের শেল দেখতে পায়। বিষয়টা তারা থানায় জানালে পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে বন্দুক ও কাদানে গ্যাসের শেলগুলো উদ্ধার করে।