বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, জুলাই অভ্যুত্থানের অর্জনকে ব্যর্থ করতে আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তির অপতৎপরতা বন্ধে রাজনৈতিক দলগুলো উদাসীন। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের বিচারের কথা বললেও বাস্তবে তারা ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করছে। এখনো আহত-নিহতদের চূড়ান্ত তালিকা ও ক্ষতিপূরণ দিতে পারেনি সরকার। জুলাই অভ্যুত্থানের হাজার হাজার শহীদের রক্তের সঙ্গে যারাই বেইমানি করবে ইতিহাস তাদের ক্ষমা করবে না।
গতকাল নয়াপল্টনে দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ২৭ জুন ঢাকা মহানগর কাউন্সিল-২০২৫ অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা জোহরা খাতুন জুঁই, মো. মিরাজ খান, ডা. ইউসুফ আলী পাটোয়ারী, আরিফ সরকার, এনামুল হক, সাব্বির আহমেদ, মুফতি আরিফ বিন শহীদ, সৈয়দ মো. মিথুন, সাইফুল ইসলাম প্রমুখ।