মাদক নির্মূল ও অপহরণ প্রতিরোধে কক্সবাজারের উখিয়া-টেকনাফের গহিন জঙ্গলে র্যাব ও অন্যান্য বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশি অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। ধ্বংস করা হয়েছে গহিন অরণ্যে ডাকাত-সন্ত্রাসীদের আস্তানা।
গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত উখিয়া ও টেকনাফের হোয়াইক্যং, হ্নীলা ও বাহারছড়ার বিভিন্ন ইউনিয়নের পাহাড়ে পরিচালিত যৌথ বাহিনীর এই অভিযানে র্যাব, নৌবাহিনী, বিজিবি, এপিবিএন, পুলিশ, বনবিভাগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও দমকল বাহিনীর ৪৬৭ জন সদস্য অংশগ্রহণ করেন। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, অভিযানে সন্ত্রাসীদের ব্যবহৃত গাজা, ২ হাজার ৫০ পিস ইয়াবা এবং দুটি এলজি, একটি ওয়ান শুটার গান, ১১টি গুলি, একটি অস্ত্র তৈরির যন্ত্রাংশ, চারটি রামদা, দুটি ছুরি, একটি চাকু, তিনটি কিরিছ উদ্ধার করা হয়েছে। র্যাব-১৫-এর অধিনায়ক লে. কর্নেল কামরুল ইসলাম অভিযান শেষে তাৎক্ষণিক এক ব্রিফিংয়ে জানান, উখিয়া টেকনাফে মাদক, চোরাচালান ও অপহরণের ঘটনা প্রায়ই ঘটছে। সম্প্রতি মাদক ও অপহরণ দুটি অপরাধই আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। মাদক চোরাচালানের পাশাপাশি গত তিন মাসে জেলায় ৪০টির মতো অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩০টির মতো ঘটনা শুধু টেকনাফ ও উখিয়াতে সংঘটিত হয়েছে।