বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগে শিক্ষার্থীদের এক দফা দাবিতে একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষকরা। গতকাল এক দফা দাবিতে শিক্ষক-শিক্ষার্থী সংহতি ব্যানারে কর্মসূচিও পালন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের মজুরিভিত্তিক কর্মকর্তা-কর্মচারীরও অংশ নেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সুজয় বিশ্বাস শুভ বলেন, উপাচার্যের পদত্যাগে শিক্ষার্থীদের এক দফা দাবিতে সংহতি প্রকাশ করে শিক্ষকরা অংশ নিয়েছেন। সুজয় বিশ্বাস শুভ আরও বলেন, কাল (আজ) গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা জেনেছি যে, ভর্তি পরীক্ষায় উপাচার্যের উপস্থিতি বাধ্যতামূলক নয়। তাই উপাচার্যকে কোনোভাবেই ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না। তবে গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আমরা সার্বিক সহযোগিতা করব। এ ছাড়া শনিবার ক্যাম্পাসে মশাল মিছিল করা হবে। এরপর কমপ্লিট শাডডাউন কর্মসূচি শুরু করা হবে। সংহতি সমাবেশ ও সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের সব দাবির প্রতি সংহতি প্রকাশ করে অংশ নেন অধ্যাপক মুহসিন উদ্দিন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এ টি এম রফিকুল ইসলাম প্রমুখ।
শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের স্বৈরাচারী, অপেশাদার আচারণ ও অদক্ষতার কারণে বিশ্ববিদ্যালয় দিন দিন চরম অধঃপতনের দিকে অগ্রসর হচ্ছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের সব যৌক্তিক দাবির সঙ্গে আমরা একাত্মতা পোষণ করছি।
এ বিষয়ে উপাচার্য ড. শুচিতা শরমিন বলেন, আমি শুধু এটুকুই বলব শিক্ষার্থীদের শুভবুদ্ধির উদয় হোক।