স্বৈরাচার আওয়ামী লীগের দোসর ‘করিম গ্রুপ’ কর্তৃক বেআইনিভাবে দখল করা শেখ দিলু ওয়াক্ফ এস্টেট জামে মসজিদের ২৪ কাঠা জমি ফেরত পেতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মুসল্লিরা। গতকাল বাদ জুমা রাজধানীর মগবাজার রেলগেটসংলগ্ন শেখ দিলু মসজিদ চত্বরে এ মানববন্ধন করেন মসজিদ কর্তৃপক্ষ ও মুসল্লিরা। এতে উপস্থিত ছিলেন মসজিদের খতিব সাদিকুর রহমান আজহারী ও মসজিদ কমিটির মোতাওয়াল্লি মো. মেজবাউদ্দিন, মো. সাইফুদ্দিন বাবু, মো. আলী হোসেন প্রমুখ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সরকারের শক্তি ব্যবহার করে নয় বছর যাবৎ মসজিদের জমি অবৈধ ও বেআইনিভাবে দখল করে আছে করিম গ্রুপ। পলাতক সরকারের সঙ্গে এরাও পলাতক। কিন্তু এরা তাদের পেশিশক্তি ব্যবহার করে পুরো হাতিরঝিলে এখনো ব্যবসা চালিয়ে যাচ্ছে। করিম গ্রুপের বিরুদ্ধে গুম-খুনের অভিযোগ তুলে মুসল্লিরা বলেন, তারা মসজিদের পাশের সোয়া ২৪ কাঠা জমি দখল করে রান্নাঘর বানিয়েছে। দখলকৃত জমি ফেরত চাইতে গেলে করিম গ্রুপের ক্যাডার বাহিনী হত্যার হুমকি দিচ্ছে। মসজিদের খতিব সাদিকুর রহমান আজহারী বলেন, ‘মসজিদের দখলকৃত এ জায়গায় কবরস্থান, মাদরাসা ও এতিমখানা নির্মাণ হবে। সম্প্রতি জমি ফেরত চেয়ে রাজউকের কাছে আবেদন করেছি। নির্ধারিত সময়ের মধ্যে সমাধান না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’ জানা যায়, ওয়াক্ফকৃত মগবাজারের ঐতিহ্যবাহী দিলু বেপারী ওয়াক্ফ এস্টেট মসজিদটি ঢাকার সুপ্রাচীন একটি মসজিদ।
মসজিদের ব্যয়বহনে ১৯৩২ সালে শেখ দিলু বেপারী এ জমি দান করেন। পরে হাতিরঝিল প্রকল্পের কাজ চলাকালে মসজিদ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মসজিদের জায়গায় প্রকল্পে কর্মরতদের অস্থায়ী আবাসন গড়ে তোলা হয়। এক বছর পর মসজিদের জায়গা মসজিদকে বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে অনৈতিকভাবে মসজিদের জমি দখল করে করিম গ্রুপ।