ডলারের বিনিময়হার বাজারভিত্তিক করার ফলে যেন বিশ্ববাসী বোঝে বাংলাদেশ আর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেই। গত তিন বছর আওয়ামী লীগ সরকারের আমলে অব্যবস্থাপনা, ঋণ জালিয়াতি এবং মূলধন পাচারের কারণে যে রক্তক্ষরণ হচ্ছিল, তা থেকে দেশের অর্থনীতি এখন পুনরুদ্ধারের পথে রয়েছে। রাজস্ব ও বিনিময়হার ব্যবস্থাপনায় নেওয়া বর্তমান সংস্কার কর্মসূচি এই পুনরুদ্ধারকে আরও বেগবান করবে। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে রেমিট্যান্স প্রবাহে ২৮ শতাংশ এবং একই সময়ে রপ্তানিতে ৯ দশমিক ৮৩ শতাংশ প্রবৃদ্ধি এই পুনরুদ্ধারের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত ‘মাসিক ম্যাক্রোইকোনমিক ইনসাইটসর (এমএমআই)’ প্রথম সংস্করণ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গতকাল রাজধানীর বনানীতে সংস্থাটির কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের (ডিএফএটি) সহায়তায় পিআরআইর সেন্টার ফর ম্যাক্রোইকোনমিক অ্যানালাইসিস (সিএমইএ) প্রতিবেদনটি প্রস্তুত করেছে, যা বাংলাদেশের অর্থনৈতিক প্রবণতা বিষয়ে সময়োপযোগী, তথ্যভিত্তিক বিশ্লেষণ ও নীতি সুপারিশ প্রদান করবে। পিআরআই চেয়ারম্যান ড. জাইদী সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, অস্ট্রেলিয়ান হাই কমিশনের ডেপুটি হেড অব মিশন ক্লিনটন পবকে এবং অস্ট্রেলিয়ান হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি জোশুয়া গাকুটান।
বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে বাজারভিত্তিক বিনিময় হার নিয়ে এক চুক্তিতে পৌঁছানোর পরের দিন এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আর অধ্যাদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ডকে বিলুপ্ত করে রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে রূপান্তর করা হয় দুই দিন আগে। আনিসুজ্জামান চৌধুরী বলেন, ডলারের বিনিময় হারের এই চুক্তি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে যেন বিশ্ববাসী বোঝে বাংলাদেশ আর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেই।
তৈরি পোশাক রপ্তানিকারক শামস মাহমুদের প্রশ্নের জবাবে তিনি যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের কারণে রপ্তানি খাতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেন এবং বলেন, কম দামি পোশাকই মূলত দেশ থেকে রপ্তানি হয়।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান বলেন, তৈরি পোশাক খাত ইতোমধ্যেই সবচেয়ে সুবিধাপ্রাপ্ত এবং অগ্রাধিকারপ্রাপ্ত খাত, যা ২০০৪ সালে চুক্তির পর এবং ২০১৩ সালে রানা প্লাজা দুর্ঘটনার ধাক্কাও সফলভাবে মোকাবিলা করেছে।
ড. জাইদী সাত্তার বলেন, ‘চলতি অর্থবছরে ম্যাক্রোইকোনমিক স্থিতিশীলতা পুনরুদ্ধার হয়েছে এবং অর্থনীতি উচ্চতর প্রবৃদ্ধির গতিধারায় ফিরে যাওয়ার সক্ষমতা অর্জন করেছে। তবে আমাদের রপ্তানি খাতের সম্ভাবনা একটি অতিমাত্রায় সুরক্ষামূলক শুল্ক কাঠামোর কারণে বাধাগ্রস্ত হচ্ছে, যা নীতিনির্ধারণে রপ্তানি-বিরোধী প্রণোদনা সৃষ্টি করে চলেছে।’
ড. আশিকুর রহমান বলেন, ‘বহির্খাতের ভারসাম্য উন্নত হলেও রাজস্ব খাতের দুর্বলতা অর্থনৈতিক পুনরুদ্ধারকে ঝুঁকিপূর্ণ করছে। তবে এনবিআর পুনর্গঠন করে পৃথক রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ গঠন এবং ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ প্রণয়ন ইতিবাচক পদক্ষেপ।’