বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, প্রয়োজনীয় সময়ের মধ্যে পেশি শক্তি, কালো টাকা ও সন্ত্রাসমুক্ত পরিবেশ সৃষ্টি করে নির্বাচন দিতে হবে। আগামীতে আমরা কোনো পেশি শক্তির নির্বাচন চাই না, কালো টাকার ছড়াছড়ি চাই না, কোনো রকমের সন্ত্রাস দেখতে চাই না।
গতকাল দুপুরে নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনের নির্বাচনি দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত এক শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এদিন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের উদ্যোগে শহরের আলী আহমদ চুনকা নগর পাঠাগারে দিনব্যাপী এ শিক্ষা শিবিরের আয়োজন করা হয়।
হামিদুর রহমান আযাদ বলেন, জামায়াতের নেতা-কর্মীদের জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে যোগ্যতা ও সততার সঙ্গে জনগণের জন্য কাজ করে যেতে হবে। এ দেশের মানুষ একটা ভালো সরকার প্রত্যাশা করে, আর সেই প্রত্যাশা পূরণে জামায়াতের প্রতিটি নেতা-কর্মীকে ভূমিকা রাখতে হবে। আশা করি জামায়াত আগামী দিনে জনগণের সব প্রত্যাশা পূরণ করতে পারবে। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিণ পরিচালক সাইফুল আলম খান মিলন।