রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা এলাকার শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের নিয়ে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. আবদুস সালাম। তিনি বলেন, সামাজিক আন্দোলনের মাধ্যমে মোহাম্মদপুর থেকে কিশোর গ্যাং দূর করব, যদি না পারি তবে আমার নাম পাল্টিয়ে রাখব। তবে এটা সম্ভব যদি আপনারা আমার সঙ্গে থাকেন। গতকাল রাজধানীর মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আবদুস সালাম বলেন, আমাদের নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে, তবেই দেশ এগিয়ে যাবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ সময় হলো স্কুল জীবন, এই সময় গুরুত্ব দিয়ে পড়াশোনা করলে, জীবনের কোথাও আটকাবে না।
স্কুলের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মো. নূরে আলম নীরব ও আলফা স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. কামরুল হাসান।