পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রামের জনগোষ্ঠীকে দেশের মূল স্রোতধারার সঙ্গে এক করতে চাই। পার্বত্য জনগোষ্ঠীর বড় সমস্যা হলো তাদের কী দরকার তা তারা জানে না বা নিজেদের প্রয়োজনটুকু আদায় করতে জানে না। এসডিজির পরিপূর্ণ ফল লাভ করতে হলে পার্বত্য জনগোষ্ঠীকে নিজস্ব সত্তা বজায় রেখে মূল স্রোতধারার সঙ্গে কাজ করতে হবে।’ গতকাল রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স অডিটোরিয়ামে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘আমাদের মধ্যে মাতৃভাষার সমস্যা রয়ে গেছে। বান্দরবানের আলীকদমে ছয়-সাত জন লোক আছে যারা কেবল তাদের মাতৃভাষায় কথা বলে থাকে। তাদের মৃত্যুর সঙ্গে সঙ্গে তাদের এ ভাষাও হারিয়ে যাবে।’ পার্বত্য জনগোষ্ঠীর হারিয়ে যাওয়া মাতৃভাষা সংরক্ষণে মাতৃভাষা ইনস্টিটিউটের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়কে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল খালেকের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মাইকেল মিলার, কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং প্রমুখ।