৯ মাসের বেশি সময় ধরে রংপুরের আট উপজেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ওষুধ নেই। একসময় এসব কেন্দ্রে ২৩ প্রকার ওষুধ দেওয়া হতো। এখন একটি নেই। ওষুধ না থাকায় গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবা মারাত্মক বিঘ্ন ঘটছে। সেই সঙ্গে মা ও শিশুর স্বাস্থ্যসেবা মুখ থুবড়ে পড়েছে। অথচ এসব স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রতি মাসে কয়েক হাজার রোগী সেবা গ্রহণ করত। ওষুধ না থাকায় স্বাস্থ্য কেন্দ্রগুলোতে রোগীর সংখ্যাও শূন্যের কোঠায় নামতে শুরু করেছে। সেই সঙ্গে দায়িত্বরতরা অলস সময় কাটাচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক মাস আগেও এসব স্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিন নানান বয়সি রোগীর ভিড় লেগে থাকত। দিনের পর দিন ওষুধ ন থাকায় স্বাস্থ্য কেন্দ্রগুলো প্রায় রোগীশূন্য হয়ে পড়েছে। ওষুধ এবং পরিবার পরিকল্পনা সামগ্রী সরবরাহ বন্ধ থাকায় স্বাস্থ্য কেন্দ্রমুখো হচ্ছে না কেউ। রোগীরা সেবা নিতে এসে ওষুধ ও পরিবার পরিকল্পনা সামগ্রী না পেয়ে ক্ষোভ প্রকাশ করে ফিরে যাচ্ছেন। সূত্র জানায়, গত বছরের অক্টোবর মাস থেকে ওষুধ ও পরিবার পরিকল্পনা সামগ্রী সরবরাহ বন্ধ থাকায় এ বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। ওষুধ না পাওয়ায় চিকিৎসা নিতে তাদের শহরে যেতে হচ্ছে। সেখানে খরচ ও সময় দুটোই ব্যয় হচ্ছে। রংপুর পরিবার পরিকল্পনা অফিসের উপপরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, আশা করি সামনের মাসে ওষুধ পাওয়া যাবে।
শিরোনাম
- হাসিনার মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠনের শুনানি শুরু
- রেমিট্যান্সে সুবাতাস, ২০২৪-২৫ অর্থবছরে বেড়েছে ২৭.২ শতাংশ
- গণঅভ্যুত্থান বর্ষপূর্তি; ৩৬ দিনের কর্মসূচি খেলাফত মজলিসের
- সাবমেরিন ক্যাবল কেটে চুরির ঘটনায় দুইজন জেল হাজতে
- যশোরে নির্মাণাধীন ভবনের ছয়তলার ব্যালকনি ভেঙে নিহত ৩
- ইরান থেকে দেশে ফিরেছেন ২৮ বাংলাদেশি
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বে পাকিস্তান
- জাতীয় ঐক্য অনুষ্ঠানে প্রধান অতিথি বেগম খালেদা জিয়া
- তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, জারি হলো রেড অ্যালার্ট
- স্বৈরাচার পতনে যাতে ১৬ বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ করছি : প্রধান উপদেষ্টা
- আমরা এক থাকলে আমাদের সামনে কিছুই টিকতে পারবে না : ফারুকী
- ঝড়ের মতো গুলির মধ্যেও দাঁড়িয়ে থাকার দৃঢ়তা শিখিয়েছে জুলাই : প্রেস সচিব
- ম্যানসিটিকে কাঁদিয়ে শেষ আটে আল হিলাল
- শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির জুলাই পদযাত্রা শুরু
- ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস’ হিসেবে পালিত হবে ১৮ জুলাই
- মাতৃত্বকালীন কার্ডিওমায়োপ্যাথি
- সত্যিই কি পাকিস্তানে একযোগে হামলা চালাতে চায় ভারত-ইসরায়েল?
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১ জুলাই)
- বিটিভির পর্দায় মাসজুড়ে ‘৩৬ জুলাই’
- বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড লেনদেনে শীর্ষে থাকা ভারত এখন ৬ষ্ঠ
৯ মাস রংপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ওষুধ নেই
গ্রামীণ স্বাস্থ্যসেবা মুখ থুবড়ে পড়েছে
নিজস্ব প্রতিবেদক, রংপুর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর