বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলে কোচের সংকট দীর্ঘদিনের। কোচ সংকটের কারণে অনেক রুটে বন্ধ রয়েছে ট্রেন চলাচলও। তবে এবার পূর্বাঞ্চলে যুক্ত হতে যাচ্ছে ৩৫টি মিটারগেজ যাত্রীবাহী কোচ। ইতোমধ্যে গত সপ্তাহে দক্ষিণ কোরিয়া থেকে প্রথম চালানে ১৫টি কোচ এসেছে। অবশিষ্ট ২০টি কোচও দ্রুত সময়ে আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নতুন যাত্রীবাহী এসব কোচ রেলওয়ে পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে যুক্ত করা হবে। এরআগে দক্ষিণ কোরিয়া থেকে ১৫০টি মিটারগেজ কোচ আমদানি করা হয়েছিল। সেগুলো ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, চট্টগ্রাম-ময়মনসিংহ, চট্টগ্রাম-কক্সবাজার, চট্টগ্রাম-চাঁদপুরসহ বিভিন্ন রুটে চলাচল করা ট্রেনে যুক্ত করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। প্রকল্পের পরিচালক মো. মহিউদ্দীন জানান, গত সপ্তাহে ১৫টি মিটারগেজ কোচ এসেছে। অবশিষ্ট ২০টি কোচ আগস্টের শেষের দিকে আসতে পারে। এরপর এসব কোচ পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপ থেকে আমরা পরিবহন বিভাগকে হস্তান্তর করে দেব। এরপর এসব কোচ কোন রুটে চলাচল করবে তা পরিবহন বিভাগ নির্ধারণ করবে।
জানা গেছে, রেলওয়ে পূর্বাঞ্চলে মিটারগেজ কোচের সংকট দীর্ঘদিন ধরে চলছে। পাশাপাশি ইঞ্জিনসংকটও রয়েছে। ইঞ্জিন ও বগিসংকটের কারণে চট্টগ্রাম-দোহাজারী রুটে প্রায় চার বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে ২ জোড়া যাত্রীবাহী লোকাল ট্রেন। অন্যান্য রুটেও ট্রেন এবং বগিসংকট রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন এ অঞ্চলের হাজার হাজার যাত্রী।