জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশকে বিশ্বের দরবারে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। জুলাই গণ অভ্যুত্থানের পর আমাদের প্রত্যাশা, দেশটাকে আমরা নতুন করে গড়ব। আমরা এমন বাংলাদেশের স্বপ্ন দেখি, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। জুলাই গণ অভ্যুত্থান আমাদের একটি ইনসাফ ও সমতাভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন দেখায়। বৈষম্যহীন, ইনসাফ ও সম্প্রীতির ভিত্তিতে দেশটাকে আমরা গড়ে তুলব। মেধা ও যোগ্যতার ভিত্তিতে সবাই চাকরি পাবে, তাদের অধিকার প্রতিষ্ঠা লাভ করবে এবং চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটা দেশ হবে। গণহত্যার বিচার, নতুন সংবিধান ও বিচারব্যবস্থার মৌলিক সংস্কার চাই আমরা। কিন্তু অভ্যুত্থানের পর, ফ্যাসিস্ট হটানোর পর দেশে আবার সন্ত্রাস-চাঁদাবাজি ও নানা ধরনের চক্রান্ত শুরু হয়েছে।
গতকাল সন্ধ্যায় নড়াইল জেলা শহরের পুরাতন বাস টার্মিনাল মুক্তমঞ্চে এনসিপির উদ্যোগে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, আমরা সেই তরুণেরা আপনাদের সামনে এসেছি নতুন করে বাংলাদেশ গড়ার কাজে। যারা ফ্যাসিস্টকে উৎখাত করতে জীবনবাজি রেখেছিলাম। বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের পুণ্যভূমি চিত্রাপাড়ের নড়াইলে যে উন্নয়ন হওয়ার কথা ছিল তা বিগত দিনে হয়নি। বৈষম্যহীন বাংলাদেশ গড়ে আমরা অবহেলিত নড়াইলের উন্নয়ন করতে চাই। এর আগে তিনি মাগুরায় পথসভা করেন।