১২ দলীয় জোটপ্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেছেন, গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে, ফ্যাসিবাদী শক্তি নির্মূল হয়নি। তাদের প্রতিহত করার জন্য আবারও জুলাই আগস্টের অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল মৌলভীবাজারের কুলাউড়ায় এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গোপালগঞ্জের এনসিপি নেতাদের ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার নিন্দা জানিয়ে জামাল হায়দার আরও বলেন, আমরা যদি আবার ঐক্যবদ্ধ হতে না পারি, গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে মানুষের যে বিজয় এসেছে তা বিপন্ন হয়ে যাবে।
আবদুল হামিদ খান ভাসানীর আজীবন সহযোগী কৃষক ও শ্রমিক নেতা নবাব আলী ছফদর খান রাজা সাহেবের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণসভার আয়োজন করা হয়। আয়োজক কমিটির আহ্বায়ক মাহমুদুর রহমান চৌধুরী ওয়েছের সভাপতিত্বে বক্তব্য দেন নবাব আলী আব্বাস খান, সৈয়দ ইরফানুল বারি, এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, ফয়জুল করিম ময়ূন প্রমুখ।