জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ বলেছেন, ’২৪-এর জুলাইয়ে শহীদদের রক্তের বিনিময়ে একটা মুক্ত বাংলাদেশ পেয়েছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে সক্রিয় না হলে আমরা সুন্দর বাংলাদেশ পেতাম না। নওগাঁ সাহিত্য পরিষদের আয়োজনে দুই দিনব্যাপী লেখক সম্মেলন ও কাহ্নপা সাহিত্য পদক প্রদান অনুষ্ঠানের দ্বিতীয় দিন গতকাল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি অরিন্দম মাহমুদ।
অনুষ্ঠানে কবি হাসান হাফিজ বলেন, আদি বাংলা ভাষার নির্দেশন শুরু হয় কাহ্নপা দিয়ে, যা নওগাঁয় অবস্থিত। এজন্য ৬৪ জেলার মধ্যে শীর্ষ জেলা নওগাঁ। প্রসিদ্ধ এ জেলায় আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। এমন একটি সাহিত্যনির্ভর আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে সাহিত্যচর্চা ব্যক্তি ও সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে, সৃজনশীলতা বৃদ্ধি করে এবং সমাজের প্রতি আরও বেশি সংবেদনশীল হয়ে ওঠে। এ ছাড়া সাহিত্যচর্চা মানুষের ভাষার দক্ষতা, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং যোগাযোগ করার ক্ষমতা উন্নত করে। সাহিত্যচর্চা চালিয়ে যেতে হবে।
সীমান্তে হত্যা নিয়ে তিনি বলেন, আমরা সীমান্তে কোনো হত্যা চাই না। নওগাঁ সীমান্তে হত্যার মতো ঘটনা মাঝেই মাঝেই ঘটে। আমরা রক্তাক্ত চাই না। সেটা বন্ধ করতে হবে। সেজন্য উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীকে ভূমিকা রাখতে হবে।
লেখক সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে লেখকদের আগমনে মিলনমেলায় পরিণত হয়। লেখক সম্মেলনে দুজন কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও অনুবাদক মজিদ মাহমুদ এবং প্রথিতযশা নিভৃতচারী অনুবাদক, হরর গল্পকার, ঔপন্যাসিক ও কবি খসরু চৌধুরী কাহ্নপা সাহিত্য পদক পুরস্কার প্রদান করা হয়। এ সময় কবি ও গল্পকার মাহফুজ ফারুক ও কবি রিমন মোরশেদের সঞ্চালনায় বক্তব্য দেন নওগাঁর জেলা প্রশাসক আবদুল আউয়াল, পৌরসভা প্রশাসক টি এম এ মমিন, কবি আতাউল হক সিদ্দিকী, কবি ও প্রাবন্ধিক আমিনুল ইসলাম, সমাজসেবক ও বিএনপি নেতা মাসুদ হাসান তুহিন, কালের কণ্ঠের রাজশাহী ব্যুরোপ্রধান ড. সাদিকুল ইসলাম স্বপন, কথাসাহিত্যিক রবিউল করিম, সাংবাদিক কায়েস উদ্দিন, সাংবাদিক ফরিদ উদ্দিন ও সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন, সভাপতি অরিন্দম মাহমুদ প্রমুখ।