তিউনিসিয়া থেকে দেশে ফিরেছেন ১৯ জন অনিয়মিত বাংলাদেশি। গতকাল সকালে ইকে-৫৮২ ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তিউনিসিয়া থেকে স্বেচ্ছায় দেশে প্রত্যাবাসনেচ্ছুক ১৯ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে গতকাল সকাল ৮টা ৪০ মিনিটে ইকে-৫৮২ ফ্লাইটযোগে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। তারা অনিয়মিতভাবে তিউনিসিয়ায় অবস্থান করছিলেন।
বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা প্রত্যাবাসিতদের অভ্যর্থনা জানান। অবৈধভাবে এই ভয়ংকর পথ পাড়ি দিয়ে আর যেন কেউ তিউনিসিয়ায় না যায়, এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার জন্য তাদের এই অমানবিক অভিজ্ঞতা সবার সঙ্গে বিনিময় করার অনুরোধ জানান। এ সময় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে তাদের প্রত্যেককে ৬ হাজার টাকা, কিছু খাদ্যসামগ্রী উপহার, চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।
উল্লেখ্য, প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশে মানব পাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় তিউনিসিয়ায় অনুপ্রবেশ করেন। তাদের অনেকে তিউনিসিয়ায় অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন।