ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগস্টে হালনাগাদ ভোটার তালিকা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন (ইসি)। তার আগে ১০ আগস্ট খসড়া তালিকা প্রকাশ করা হবে। সংশোধন, দাবি-আপত্তি থাকলে তা ২১ আগস্টের মধ্যে দেওয়া যাবে। এরপর ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।
গতকাল হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ ও চূড়ান্ত তালিকা প্রকাশের সময়সূচি জানানো হয়েছে। ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ এ তথ্য জানান। বছরের যে কোনো সময় খসড়া প্রকাশের ক্ষমতা নির্বাচন কমিশনকে দিয়ে ভোটার তালিকা আইন সংশোধন করা হয়েছিল। এর পরই এ বছরের বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ তালিকা প্রকাশের এ সিদ্ধান্ত হয়।
এর আগে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদ বলেছিলেন, হালনাগাদের ভুলত্রুটির কাজ ১০ জুলাইয়ের মধ্যে শেষ হয়েছে। নিবন্ধনের সময় ৮৭ শতাংশ ডেটা নির্ভুল হয়েছে, কারণিক ত্রুটি ছিল ১৩ শতাংশ। সবকিছু সংশোধন করা হয়েছে। সর্বশেষ এ বছরের ২ মার্চ প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪। এরপর গত ২০ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করে নির্বাচন কমিশন।
১০ আগস্ট হালনাগাদ করা ভোটারের যে খসড়া তালিকা প্রকাশ করার কথা ইসি বলেছে, সেখানে ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হচ্ছেন।
মৃত ভোটারদের বাদ দিয়ে ও নতুনদের যুক্ত করে এবার ৩১ আগস্ট চূড়ান্ত তালিকায় ভোটারের সংখ্যা দাঁড়াবে পৌনে ১৩ কোটির মতো; যারা ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দেবেন।
নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে, সব উপজেলা নির্বাচন কার্যালয়সহ স্থানীয় পর্যায়ে দেশজুড়ে এ খসড়া তালিকা উন্মুক্ত স্থানে থাকবে। সংশোধন, দাবি-আপত্তি থাকলে তা নিষ্পত্তি করে ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।