সোনামসজিদ স্থলবন্দরে মালামাল আনা-নেওয়ায় রাস্তার অভাব থাকায় ৩ কিলোমিটার রাস্তা দ্রুত নির্মাণ করা হবে। গতকাল দুপুরে সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন নৌপরিবহন ও শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম শাখাওয়াত হোসেন।
এম শাখাওয়াত হোসেন আরও বলেন, বন্দর পরিচালনকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ইয়ার্ড আরও সম্প্রসারিতসহ শ্রমিকদের চিকিৎসার জন্য একটি হাসপাতাল দ্রুত নির্মাণ করা হবে। এর আগে তিনি পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে সোনামসজিদ স্থলবন্দরে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতি মো. আবদুল ওয়াহেদ।