বাংলাদেশের শ্রম আইন আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার কথা জানিয়ে শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সামান্য কিছু স্বার্থের জন্য শ্রমিকদের উত্তেজিত করে শিল্প কারখানা আজ নষ্ট করা হচ্ছে। যা কাম্য নয়। জনশক্তি ও গার্মেন্ট যদি সমন্বয় না হয় তাহলে সমস্যা হয়। গার্মেন্টের মালিক যদি শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী হয় তাহলে শ্রমিকদের স্বার্থ রক্ষা হয় না। দেশের অনেক শিল্প মালিক আছে যারা টাকা চুরি করার জন্য বসে থাকে। বিশেষ করে গার্মেন্ট ফ্যাক্টরিগুলো। এর ফলে ভালো উদ্যোক্তাদের বদনাম হচ্ছে। এ কারণে আন্তর্জাতিকভাবে চাপের মুখে পড়তে হচ্ছে। গতকাল দুপুরে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর, স্থানীয় প্রশাসন ও ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহিন।
মতবিনিময় সভায় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন বলেন, গার্মেন্টের মালিকরা শ্রমিকদের টাকা, ব্যাংকের শত শত, হাজার কোটি টাকা মেরে দিয়েছে। তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা বিদেশে বাড়ি বানিয়ে আয়েশি জীবনযাপন করছে। আর শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য মালিকদের বাড়ি সম্পদ হেফাজতে নেওয়া হয়েছে। একই সঙ্গে শ্রমিকদেরও দায়িত্ব আছে বলে জানান শ্রম উপদেষ্টা।