গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলার অন্যতম আসামি রফিকুল ইসলাম আরমানকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল র্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রফিকুলকে সোমবার মধ্যরাতে ঢাকার বিমানবন্দর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সাংবাদিক হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের ঘটনায় নিহত সাংবাদিক তুহিনের ভাই মো. সেলিম (৫০) বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তারপর থেকেই আসামিদের গ্রেপ্তারে র্যাব-১ ছায়া তদন্ত শুরু করে এবং তাদের অবস্থান শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করে। গ্রেপ্তার রফিকুলকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।