বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, নির্বাচনে একটি নির্দিষ্ট মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে এমন বক্তব্য সম্পূর্ণ প্রতারণা এবং ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা। বেহেশতের মালিক একমাত্র আল্লাহ। এমন মিথ্যাবাদীরা যদি ক্ষমতায় আসে, তাহলে দেশের সর্বনাশ ছাড়া কিছু হবে না। গতকাল বিকালে কেরানীগঞ্জের আসামদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কলাতিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান আরও বলেন, ভোট একটি পবিত্র অধিকার, যা ধর্মীয় প্রতিশ্রুতি কিংবা মিথ্যা আশ্বাস দিয়ে বিক্রি করা যায় না। যারা জনগণকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে ভোট নিতে চায়, তারা বড় ধরনের প্রতারণার মধ্য দিয়ে যাচ্ছে। এ ধরনের প্রচারণা শুধু ভোটারদের বিভ্রান্ত করে না, বরং দেশের ধর্মীয় সম্প্রীতিও ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, নির্বাচন বানচালের চেষ্টা করে কোনো লাভ হবে না। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসবে। এ সময় তিনি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অমি ঢাকা-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। আমি তাকে আপনাদের হাতে তুলে দিলাম। সভায় সভাপতিত্ব করেন কলাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক চান মিয়া।