দেশের প্রায় ৭০ শতাংশ ব্যাংকে এআই-নির্ভর সাইবার নিরাপত্তাব্যবস্থায় কোনো অটোমেশন নেই। তাই সাইবার হুমকি মোকাবিলায় এআই প্রযুক্তির ব্যবহারে পিছিয়ে থাকায় ব্যাংকগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে বিনিয়োগ ও সক্ষমতা বৃদ্ধির সুপারিশ করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)।
গতকাল রাজধানীর মিরপুরে বিআইবিএম মিলনায়তনে আয়োজিত এক সভায় সাইবার হুমকি মোকাবিলায় এআই প্রযুক্তির ব্যবহারে ব্যাংকগুলোর সক্ষমতার ওপর পরিচালিত এক গবেষণা প্রতিবেদনে এ সুপারিশ করা হয়। বিআইবিএম-এর অধ্যাপক মো. শিহাব উদ্দিন খান গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআইবিএম নির্বাহী কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার।
প্রতিবেদনে বলা হয়েছে, এআই-ভিত্তিক নিরাপত্তাব্যবস্থা বাস্তবায়ন ব্যাংকগুলো এখনো প্রাথমিক পর্যায়ে। মাত্র ২৭ শতাংশ ব্যাংক আংশিক অটোমেশন অর্জন করেছে। মাত্র ৩ শতাংশ ব্যাংকের সম্পূর্ণ স্বয়ংক্রিয় এআই সিস্টেম চালু রয়েছে। দেশের প্রায় ৭০ শতাংশ ব্যাংকে এআই-নির্ভর সাইবার নিরাপত্তাব্যবস্থায় কোনো অটোমেশন নেই (৪৬ শতাংশ) বা এখনো পরিকল্পনা পর্যায়ে রয়েছে (২৪ শতাংশ)। প্রতিবেদনে এআই-চালিত নিরাপত্তা সমাধানের দিকে অগ্রসর হতে ব্যাংকগুলোকে নীতিগত সহায়তা ও প্রশিক্ষণ জোরদারের সুপারিশ করা হয়।
বিআইবিএম বিশেষজ্ঞদের মতে, সাইবার হুমকি মোকাবিলায় এআই প্রযুক্তির ব্যবহারে ব্যাংকগুলোকে এআই-ভিত্তিক নিরাপত্তা অবকাঠামোয় বিনিয়োগ, জনবল প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিতে হবে।