গাজীপুরে বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়নের দুই শতাধিক সদস্য। এ সময় বিএনপির নেতা-কর্মীরা তাদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। গতকাল দুপুরে সদর উপজেলার নৌলাপাড়ার জেসন গেট এলাকায় বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুল দিয়ে তাদের বিএনপিতে স্বাগত জানান।
গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লীর সভাপতিত্বে বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রূপচান বর্মণের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, বিএনপি নেতা জয়নাল আবেদীন রিজভী, ফজলুল হক মুসল্লী, আদিবাসী নেতা অবিনেষ চন্দ্র বর্মণ, নারায়ণ চন্দ্র বর্মণ, সুভাস চন্দ্র বর্মণ, সম্মিলিত আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক দীপক কোচ প্রমুখ। বক্তারা বলেন, ‘১৫ বছরে ফ্যাসিবাদী শাসনের কারণে আজকে দেশের আইনশৃঙ্খলা ও নিয়মনীতি ভূলুণ্ঠিত হয়েছে। আজকে যারা দায়িত্বে আছেন তারা এসি রুমে বড় হয়েছেন। গ্রামের আলোবাতাস গায়ে মাড়িয়ে আমাদের মতো বড় হন নাই। তারাই আজকে দরিদ্র, ভূমিহীনদের সমস্যাগুলো বোঝে না।’