আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন যেন আরেকটি বিতর্কিত নির্বাচনে পরিণত না হয়, সে বিষয়ে সতর্ক করেছে বৃহত্তর সুন্নি জোট। জোটটি জানায়, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন এখন সময়ের দাবি। গতকাল জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানায় সুন্নি-সুফি মতাদর্শে বিশ্বাসী তিনটি রাজনৈতিক দল- বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর সমন্বয়ে গঠিত বৃহত্তর সুন্নি জোট। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জোটের নেতা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ আসলাম হোসাইন, যুগ্ম মহাসচিব মোহাম্মদ ইব্রাহীম মিয়া প্রমুখ।
লিখিত বক্তব্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ বলেন, নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে, তবে এখনো নির্দিষ্ট তারিখ ঘোষণা না হওয়ায় জনমনে সংশয় ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা আশঙ্কা প্রকাশ করে জানান, আগামী ফেব্রুয়ারির নির্বাচনও যদি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক না হয় তাহলে তা আরেকটি অগণতান্ত্রিক নির্বাচনে পরিণত হবে।