তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা আদায় এবং বহুলপ্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে তরুণ প্রজন্মের উদ্যোগে সংহতিমূলক কর্মসূচি পালিত হয়েছে। এ সময় তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক, বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘তিস্তা নিয়ে যারা বিরোধিতা করবে তারা দেশ ও জাতির শত্রু।’
গতকাল জেন-জি লালমনিরহাটের আয়োজনে দিনব্যাপী জেলার তিন স্পটে এ কর্মসূচি পালিত হয়। যার নাম দেওয়া হয়েছিল ‘ফ্ল্যাশমব’, সেখনে তিস্তাপারের মানুষের দুর্ভোগ তুলে ধরা হয়।
কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের গড়িমসির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘আমরা দীর্ঘদিন যাবৎ তিস্তা মহাপরিকল্পনার দাবিতে নানান কর্মসূচি উদ্যাপন করে যাচ্ছি। কিন্তু এখন পর্যন্ত সরকার কাজের কোনো নমুনা দেখাচ্ছে না। যদিও মাঝে মাঝে বলা হচ্ছে, ২০২৬-এর জানুয়ারির পয়লা তারিখ কাজ শুরু করবে, কিন্তু এখন পর্যন্ত আমরা কাজের কোনো নমুনা দেখতে পাইনি।’
তিনি আরও মন্তব্য করেন, ‘এ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যে বা যারা বিপক্ষে অবস্থান নেবে, তারা জাতির শত্রু, তিস্তাপারের শত্রু।’