বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় দেশের ইতিহাসে একটি যুগান্তকারী মাইলফলক হয়ে থাকবে। এ রায় পরিবর্তনের কোনো সুযোগ নেই।’ গতকাল দুপুরে নরসিংদী সদর উপজেলার স্টেশন এলাকা থেকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগ, লিফলেট বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমরা এ রায়ে সন্তোষ প্রকাশ করেছি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে ঐতিহাসিক রায় দিয়েছেন যাবজ্জীবন ও মৃত্যুদে র সর্বোচ্চ সাজা, এতে দেশের মানুষ স্বস্তি পেয়েছে, শহীদ পরিবারগুলোও সন্তুষ্ট হয়েছে। শুধু শেখ হাসিনার বিচার করলেই হবে না; তাঁর সহযোগীদেরও আইনের আওতায় এনে দৃশ্যমান শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে বাংলাদেশে আর কেউ মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মতো ঘটনা ঘটাতে সাহস না পায়।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নরসিংদী-১ (সদর) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর থেকেই সক্রিয় খোকন।
এ সময় জেলা, শহর, পৌর বিএনপি এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মী তাঁর সঙ্গে ছিলেন।