এখন চলছে শীতের শুষ্ক মৌসুম। অতীতে শীতের এমন মৌসুমে ডেঙ্গু আক্রান্তের ঘটনা ছিল হাতে গোনা। কিন্তু এ বছর শুষ্ক মৌসুমেও চলছে ডেঙ্গুর দাপট। চট্টগ্রামে প্রতিদিনই আক্রান্ত হচ্ছে। আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও আছে। সর্বশেষ গত শনিবার ২৭ বছর বয়সি এক অন্তঃসত্ত্বা নারী ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান। গত শুক্রবার মারা যান এক তরুণ। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত চট্টগ্রামে নতুন করে ৩৩ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়। এর আগের দিন আক্রান্ত হয়েছিলেন ৬১ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মারা যান ২৪ জন। তবে ২০২২ থেকে ২০২৪ সালের ডেঙ্গু রোগী পরিসংখ্যানেও দেখা যায় অক্টোবর ও নভেম্বর মাসে রোগীর সংখ্যা বেশি। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ডা. এ এস এম লুৎফুল কবির শিমুল বলেন, গত বছরও অক্টোবর-নভেম্বর মাস পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ ছিল। গত কয়েক বছর ধরে এমনটি হচ্ছে। প্রতিদিন হাসপাতাল ও চেম্বারে প্রচুর রোগী পাওয়া যাচ্ছে। তিনি বলেন, আবহাওয়া পরিবর্তনের সঙ্গে এডিস মশার বংশ বৃদ্ধির একটা সম্পর্ক আছে। তাপমাত্রা বাড়লে এডিসের বংশবৃদ্ধিও বাড়ে। সঙ্গে আছে অপরিকল্পিত নগরায়ণ, ভবন নির্মাণকালের উপকরণ পড়ে থাকা, আবর্জনাযুক্ত পরিত্যক্ত জায়গা, নালা-ড্রেন বন্ধ থাকা, মশকনিধনে পর্যাপ্ত ওষুধ না ছিটানো। বিশেষ করে এডিস মশা কমানোর একটা বায়োলজিক্যাল মেথড আছে, এটি আমাদের দেশে এখনো প্রয়োগ করা হয় না। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, এ বছর মানুষ ডেঙ্গু রোগে শুষ্ক মৌসুমেও আক্রান্ত হচ্ছেন। গতকাল ৩৩ জন আক্রান্ত এবং গত শনিবার একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারাও যান। এডিস মশার চরিত্র পরিবর্তন এবং মশা উৎপাদনের উর্বর স্থান থাকাসহ নানা কারণে এমনটি হচ্ছে। তাই সবাইকে অবশ্যই বাসা-বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে হবে; যাতে এডিস মশা জন্মাতে না পারে।
শিরোনাম
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
চট্টগ্রাম
শীতেও ডেঙ্গুর দাপট
আবহাওয়া পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ণ, পর্যাপ্ত ওষুধ না ছিটানো ও বায়োলজিক্যাল মেথড প্রয়োগ না করায় বাড়ছে মশা
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর