প্রাণঘাতী করোনাভাইরাসে শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডে আরও কমপক্ষে ৯৮ জনের মৃত্যু হয়েছে। নতুন এই ৯৮ জনের মৃত্যু হয় সোমবার। এর মধ্যে ৯৩ জন প্রদেশের, আর বাকি ৫ জন অন্যান্য দেশটির অন্যান্য অঞ্চলের।
এ নিয়ে করোনাভাইরাসে সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৮৬৮ জনে।
মঙ্গলবার চীনের স্বাস্থ্য কমিশন এই তথ্য নিশ্চিত করেছে।
কমিশন আরও জানায়, নতুন করে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৮৮৬ জন। এ নিয়ে দেশব্যাপী আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭২ হাজার ৪৩৬ জনে। সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/কালাম