বিশ্বের বিভিন্ন দেশে দ্রুতহারে ছড়িয়ে পড়েছে মহামারী করোনাভাইরাস। এ পর্যন্ত নতুন এ করোনাভাইরাসে প্রায় ৭৭ হাজার ব্যক্তি আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ২৪০০ জনের। এশিয়ার দেশ চীন থেকে ছড়ানোর পর ইরান, সিঙ্গাপুর, আরব আমিরাত, লেবানন, দক্ষিণ কোরিয়া, ইসরায়েলে করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র, ইতালিতে করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে
বিভিন্ন দেশে দ্রুত হারে এ ভাইরাস ছড়িয়ে পড়ায় বাংলাদেশি নাগরিকদের বিদেশ ভ্রমণে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর)।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। নতুন এ করোনাভাইরাসের নাম দেয়া হয়েছে কভিড-১৯।
বিডি প্রতিদিন/ফারজানা