চলতি চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে পার্ক দে প্রিন্সেসে বুধবার দিবাগত রাতে ডর্টমুন্ডকে স্বাগত জানাবে পিএসজি। কিন্তু নিজেদের মাঠে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের দর্শকদের পাবে না তারা। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাবেব কারণে দর্শকশূন্য মাঠে খেলতে হবে নেইমার-এমবাপ্পেদের। ডর্টমুন্ডের বিপক্ষে পিএসজির ম্যাচটি হবে ‘ক্লোজড ডোর’।
সোমবার করোনাভাইরাস বিস্তার ঠেকাতে এই সিদ্ধান্ত নেয় প্যারিসের পুলিশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুসারে ইতোমধ্যে ফ্রান্সে ১১১৬ জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে প্যারিস সেন্ট জার্মেই। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে হলে অ্যাওয়ে গোল থাকায় দ্বিতীয় লেগে লুসিয়ান ফাভরের শিষ্যদের বিপক্ষে ১-০ ব্যবধানে জিততে হবে টমাস টুখেলের দলকে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ