বিশ্ব জুড়ে করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেই ভারতে এসেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ইতিমধ্যেই ভারতে এই ভাইরাসের সংক্রমণে আক্রান্তের সংখ্যা ৪৩। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে করমর্দন বাদ দিতে পারেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারেরা। সোমবার ভারতে পৌঁছে তেমনই ইঙ্গিত দিয়েছেন কোচ মার্ক বাউচার।
তিনি বলছেন, ‘‘দক্ষিণ আফ্রিকা ছাড়ার আগে দলের প্রত্যেকের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছেন বিশেষজ্ঞরা। এই কড়া নির্দেশিকা মানতে হবে।’’
ধর্মশালায় ১২ মার্চ থেকে শুরু হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেখানে প্রাক্তন অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিসের উপমহাদেশে খেলার দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করেন বাউচার। তিনি বলেছেন, ‘‘ভারতে খেলতে এলে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল দরকার হয়। ফ্যাফ দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ানডে ম্যাচে সব সময়ে সেরাটাই দিয়েছে। ভারতীয় পরিবেশ সম্পর্কে ওর ধারণা ভালই। আইপিএল ও অনেক আন্তর্জাতিক ম্যাচ ও খেলেছে এখানে। সেই অভিজ্ঞতা কাজে লাগবে।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ