করোনা আতঙ্কে ভুগছে পুরো বিশ্ব। তারই জের ধরে বাইরে থেকে আগতদের জন্য ১৪ দিনের স্বেচ্ছা কোয়ারেন্টাইন বা সঙ্গরোধ বাধ্যতামূলক করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু এমনটি জানান।
টুইটে একটি ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, যারা ইসরায়েলে আসবেন তাদেরকে আলাদা হয়ে থাকতে হবে।
এদিকে ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী আরিয়েহ দেরি বলেন, বাইরে থেকে ইসরায়েলে আগত সকলের জন্য এটি প্রযোজ্য হবে।
উল্লেখ্য, ইসরায়েলের জনসংখ্যা প্রায় ৯০ লাখ। মধ্যপ্রাচ্যের দেশটিতে এই পর্যন্ত ৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কিন্তু এখনো কেউ মৃত্যুবরণ করেননি।
সূত্র: বিবিসি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ