করোনাভাইরাস সংক্রমণ ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ায় ইতালিজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী। তাতে শীর্ষ ফুটবল লিগ সিরি ‘এ’ সহ সব ধরনের খেলা আপাতত বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য।
কোটি কোটি মানুষকে কোয়ারেন্টাইনে রেখেও কোভিড-১৯ এর সংক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে ইতালি।
সোমবার পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৪৬৩ জন। করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের বাইরে ইতালিই সবচেয়ে বেশি ক্ষতির শিকার। সব মিলিয়ে ৯ হাজার ১৭২ জন সংক্রমিত হওয়ার পর ইতালিয়ান সরকার দেশটি অবরুদ্ধ ঘোষণা করে।
সব ধরনের জনসমাগম এড়ানোসহ জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে না যাওয়ার কঠোর নির্দেশ দিয়েছে সরকার। তার প্রভাব পড়লো খেলাতেও। টোকিও অলিম্পিকের প্রস্তুতি বন্ধ হয়ে গেলো। আগামী ৩ এপ্রিল পর্যন্ত সিরি ‘এ’ দর্শকহীন মাঠেই হওয়ার কথা থাকলেও এবার পুরোপুরি বন্ধ করা হল।
বিডি প্রতিদিন/কালাম