করোনাভাইরাস প্রতিরোধের ব্যাপারে সরকার যথাযথ প্রস্তুতি, উদ্যোগ, প্রতিরোধ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার সকালে নয়াপল্টনে করোনাভাইরাস নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, ‘করোনা নিয়ে সরকারের উদাসীনতা জনগণ ক্ষমা করবে না।’ তিনি আরও বলেন, ‘সরকার ব্যস্ত ছিল মুজিববর্ষ নিয়ে। জনগণ ১৯৭৪ সালের মতো আরেক দফা গণ মৃত্যুর শিকার হতে চায় না।’
এসময় বিএনপির পূর্বঘোষিত সব কর্মসূচিও স্থগিত করেন তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ