মহামারী করোনাভাইরাসের কারণে ৪০ জনকে নয়, ৪ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আজ মঙ্গলবার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এক ব্রিফিংয়ে তথ্য জানিয়েছে।
গতকাল সোমবার স্বাস্থ্য সচিব এক ব্রিফিংয়ে ৪০জনকে কোয়ারেন্টাইনে রাখার কথা জানান। তবে আজ আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা তথ্যগত কারণে এমন ভুল হয়েছে।
তিনি আরও বলেন, বাসায় কোয়ারেন্টাইনে থাকা বেশি ভালো। কিন্তু অনেকের সেরকম অবস্থা নেই। কেউ মেসে থাকেন, তার সঙ্গে অন্য কেউ সংস্পর্শে আসার আশঙ্কা থাকে। এমন অবস্থা হলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
নতুন রোগী শনাক্ত না হওয়া বাংলাদেশে এখনো করোনা আক্রান্তের সংখ্যা ৩ জন। মোট পরীক্ষা করানো হয়েছে ১২৭ জনকে।
বিডি প্রতিদিন/ফারজানা