কভিড-১৯ করোনাভাইরাস ঠেকাতে এবার বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত সিল করে দিতে চায় ভারতের মিজোরাম রাজ্য সরকার। সীমান্ত দিয়ে দুই রাষ্ট্র থেকে ভারতে প্রবেশ বন্ধ করতেই এই সিধান্ত নিতে চলেছে মিজোরাম সরকার।
সোমবার রাজ্য সরকারের এক ক্যাবিনেট বৈঠকেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার নেতৃত্বে ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রীরা, মুখ্যসচিব সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, মিজোরাম সাংবাদিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।
বাংলাদেশের সাথে মিজোরামের সীমান্ত রয়েছে ৩১৮ কিলোমিটার অন্যদিকে মিয়ানমারের সাথে ৫১০ কিলোমিটার সীমান্ত রয়েছে মিজোরামের।
মিজোরামের মুখ্য সচিব লালনুনমাওইয়া চৌঙ্গু জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ওই দুই রাষ্ট্রের সীমান্ত সিল করে দেওয়া হবে।
যদিও সিনিয়র কর্মকর্তাদের যাতায়াত এবং আপাতকালীন (এমারজেন্সি) কারণে মিয়ানমারের সাথে মিজোরামের জোখাওথার সীমান্তটি আপাতত খোলা রাখা হচ্ছে। বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসাম, মণিপুর, ত্রিপুরা-মিজোরাসের সাথে যুক্ত এই তিন আন্ত:রাজ্য সীমান্ত বন্ধ রাখা হবে এবং নতুন করে কোন ইনার লাইন পারমিট (আইএলপি) ইস্যু করা হবে না। তবে আসাম, মণিপুর ও ত্রিপুরার সাথে যুক্ত মিজোরামের ‘এন্ট্রি পয়েন্ট’গুলো আগের মতোই খোলা থাকছে।
উত্তরপূর্ব ভারতের এই রাজ্যটিতে ৬৭ জন মানুষকে নিজেদের বাড়িতেই নজরদারিতে রাখা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কারও শরীরে এই ভাইরাস মেলেনি।
বিডি প্রতিদিন/ফারজানা