কভিড-১৯ নামের করোনাভাইরাস প্রথম ছড়ায় চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে। করোনাভাইরাসের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করলেও উহান সফর করেননি চীনের প্রেসিডেন্ট। নাটকীয়ভাবে ভাইরাসের প্রকোপ কমে আসায় এবার উহানে গেছেন শি জিনপিং। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
গত বছরের ডিসেম্বরের শুরুর দিকে উহান থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। যা চলতি বছরের জানুয়ারি মাসে মহামারী আকার ধারণ করে। এরপর উহানকে পুরো চীন থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়। আজ মঙ্গলবার বিমানে করে উহান সফরে যান শি জিনপিং। এসময় তাকে মাস্ক পরে থাকতে দেখা গেছে।
উহান সফরে করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধের বিষয়টি দেখবেন শি। পাশাপাশি তিনি করোনার বিরুদ্ধে লড়াইরত মেডিক্যাল কর্মী, সামরিক কর্মকর্তা, পুলিশ, করোনা রোগী ও উহানের বাসিন্দাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। সূত্র: চ্যানেল নিউজ এশিয়া
বিডি প্রতিদিন/ফারজানা