করোনাভাইরাস প্রতিরোধে মেহেরপুর স্বাস্থ্যবিভাগের প্রস্তুতি সম্পন্ন করেছে। মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন জানান, যুব প্রশিক্ষণ কেন্দ্রে ১০০ বেড প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া তিন উপজেলার তিনটি হাসপাতালে ৫ বেডের ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে।
একই সঙ্গে ডা. নাসির মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শও দিয়েছেন। হাঁচি-কাশির সময় নিয়ম মেনে চলতে বলেছেন। এছাড়াও প্রয়োজন ছাড়া জনসমাগম না করার অনুরোধ করেন তিনি। তবে এ পর্যন্ত জেলার কোথাও করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/শফিক